আমার মৃত্যুর পর

আমার মৃত্যুর পর

মোঃ সফি উদ্দীন
....................

আমার মৃত্যুর পর
ভেবো না

আমি আর থাকবো নাঃ
চোখ রেখো গোধূলির আলোয়,
সন্ধ্যার আকাশে;‌
কান পেতো ঝরাপাতার গানে,
পেঁচার চিৎকারে;
নাক রেখো ঘাসফুলে,
শিশিরের জলে –
আমাকে খুঁজে পাবে।


আমার মৃত্যুর পর
ভেবো না
আমি আর থাকবো নাঃ
চোখ রেখো শরতের শাদা মেঘে,
কাশবনের দূরন্ত বাতাসে;
কান পেতো বরষার গুরুগম্ভীরে,
অঝোর ধারায়;
নাক রেখো কচুরিপানার ফুলে,
বংশীর জলে –
আমাকে খুঁজে পাবে।

আমার মৃত্যুর পর
ভেবো না
আমি আর থাকবো নাঃ
চোখ রেখো শালিখের ব্যথিত চোখে,
চড়ুইয়ের উড়ন্ত ছুটে চলায়;
কান পেতো ঝিঁঝির করুণ সুরে,
জোনাকির আলো-আঁধারিতে;
নাক রেখো ধানের শীষে,
দুর্বা ঘাসে –
আমাকে খুঁজে পাবে।


No comments

তুমি কি আমার

তুমি কি আমার  জসীমউদ্দীন ................ তুমি কি আমার গানের সুরের পূবালী বাতাস হবে, তুমি কি আমার মনের বনের বাঁশীটি হইয়া রবে...

Powered by Blogger.