যেভাবেই তুমি সকাল দেখো

যেভাবেই তুমি সকাল দেখো
..................................


যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই ।

যত ভাগে ভাগ করো না প্রেম হৃদয় কিন্তু একটাই ।।
যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই ।।
অনেকেই বলে মরণ অনেক
জীবন সে নাকি একটাই,
অনেকেই বলে মরণ অনেক জীবন সে নাকি একটাই ।।
প্রতিবার প্রেমে নতুন জীবন
জীবন কি করে একটাই ?
প্রতিবার প্রেমে নতুন জীবন জীবন কি করে একটাই ?।
যত ভাগে ভাগ করো না প্রেম
হৃদয় কিন্তু একটাই ।।
যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই ।।
অনেকেই বলে অনেক কথা
কথার কথা তো সবটাই ।।
কথার বাঁধনে হৃদয় ফেরার সঠিক কথা একটাই ।।
যত ভাগে ভাগ করো না প্রেম
হৃদয় কিন্তু একটাই ।
যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই ।
যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই ।।


No comments

তুমি কি আমার

তুমি কি আমার  জসীমউদ্দীন ................ তুমি কি আমার গানের সুরের পূবালী বাতাস হবে, তুমি কি আমার মনের বনের বাঁশীটি হইয়া রবে...

Powered by Blogger.