পূনরাবৃত্তি
"পূনরাবৃত্তি"
মোঃ জাহিদুল ইসলাম ফয়সাল
..............................................................
পীচ ঢালা পথে
রক্তের স্রোত বহমান
নদী, কংক্রিটের ফাঁকে
মানবতা ভেসে যায়
আবর্জনার স্তুপে।
"সৈরতন্ত্র নিপাত যাক"
ধ্বনিত কন্ঠে বজ্রাঘাতে
কাঁপিয়েছিলে একদিন
এই দেশে।
সেই তোমাদের বলি
হতে হয়
কড়াল বিষক্ষয়ে।
নূর হোসেনের রক্ত,
আজও লেগে আছে,
সেলিমের থেঁতলানো
করোটির ফাঁক গলে
এক মুষ্ঠি মগজ;
কালো পীচে লেগে আছে।
সেই পিচঢালা পথে
আজও বয়ে চলে
রক্তের স্রোতধারা।
কি নেশা পেয়েছিলে
তুমি বুলেট আর গ্রেনেডে।
নৃঃশংসতায় অবচেতন,
উন্মাদ বিবেকে।
রক্তের দাগ এখনো
যায়নি মুছে।
গ্রেনেডের ধোয়ায় আজও
আইভিদের লাশের গন্ধ
নাকে লাগে
রাজতন্ত্র!
তোমার কাছে ছেলেখেলা।
গণতন্ত্র ভাঙ্গো গড়
তোমার ইচ্ছে মত।
বিশ্বজিতের রক্তের দাগ
আজও লেগে আছে।
বক্ষচিড়ানো চাপাতির
দাগ আজও
চিহ্নিত নৈতিক অবক্ষয়ে।
জামাত শিবির!
শুধুই এই অপরাধে?
কই তার গায়ে তো
পাঞ্জাবী টুপি কিছুই ছিলো না।
তবে?
ইতিহাস বদলায় না জীবন।
একই ধারার পূনরাবৃত্তি আজীবন।
তবু প্রতিবাদ থেমে থাকবেনা।
বীর বাঙ্গালীর বেশে,
আমি ফিরে আসবো বারেবারে।

No comments